বিবাহিত জেনেও সম্পর্কে জড়ালে ‘ধর্ষণ’ বলা যাবে না
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: তরুণী জানতেন ৬ বছর আগে বিয়ে হয়েছে ওই যুবকের। কিন্তু বিষয়টি জেনেও সম্পর্ক চালিয়ে গিয়েছেন। পরবর্তীতে সেই সঙ্গীর বিরুদ্ধেই আনেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ।
পুলিশ জানান, সঙ্গী বিবাহিত জেনেও সম্পর্ক চালিয়ে যাওয়া এবং পরবর্তীতে সেই সঙ্গীর বিরুদ্ধেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ বৈধ হতে পারে না।
এক তরুণীর আনা এমনই অভিযোগ খারিজ করেন কেরল হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গকে অপরাধ বলা যায়। কিন্তু দু’জনের সম্মতিতে শারীরিক সম্পর্ক ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণ বলা যায় না।
শ্রীকান্ত শশীধরন নামে এক যুবকের সঙ্গে কেরলের এক তরুণীর সম্পর্ক তৈরি হয় ২০১০ সালে। ২০১৩ সালে ওই তরুণী জানতে পারেন প্রায় ৬ বছর আগে বিয়ে করেছেন ওই যুবক। বিয়ের কথা জেনেও ওই সম্পর্ক থেকে বেরোতে চাননি তরুণী। ২০১৯ সাল পর্যন্ত ছিল তাদের সেই সম্পর্ক। পরে প্রতারণা, বিশ্বাসঘাতকতা এবং ধর্ষণের অভিযোগে শ্রীকান্তর বিরুদ্ধে এফআইআর করেন ওই তরুণী।
ওই তরুণীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিলেও বিশ্বাসভঙ্গ করেছেন শ্রীকান্ত। তরুণীর এই দাবি অস্বীকার করে উচ্চ আদালতে যান শ্রীকান্ত । তিনি জানান, ওই তরুণীর সঙ্গে ভালোবাসা এবং শারীরিক সম্পর্ক হয়েছিল। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি তিনি দেননি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
আন্তর্জাতিক খবর