বিরিয়ানিতে বাড়তি সালাদ চাওয়ায় পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিরিয়ানির সঙ্গে বাড়তি রাইতা সালাদ চাওয়াকে কেন্দ্র করে মারধরের শিকার হয়েছেন এক ব্যক্তি। মারধরের এক পর্যায়ে তার মৃত্যুও হয়। রবিবার ভারতের হায়দ্রাবাদের এক রেস্তোরাঁয় এই ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শহরের মেরিডিয়ান বিরিয়ানি রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম লিয়াকত। খাওয়ার সময় রাইতা চাওয়াকে কেন্দ্র করে রেস্তোরাঁর এক কর্মীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সহিংস রুপ নেয় এবং লিয়াকতকে পিটিয়ে মেরে ফেলা হয়।
পুলিশ জানায়, লিয়াকত ও তার বন্ধুরা যখন রেস্তোরাঁয় খেতে যান তখন তারা স্বাভাবিক অবস্থায় ছিলেন না। কর্মীদের দাবি কারা মদ্যপ ছিলেন। তারা বিরিয়ানি প্যাকেট করে নিয়ে যেতে চান। একটা সময় রেস্তোরাকর্মীদের গালমন্দও করতে থাকেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এরপর বুকে ব্যাথা নিয়ে থানায় যান লিয়াকত ও তার বন্ধুরা। হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
আন্তর্জাতিক খবর