বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীতে নিখোঁজ সেই পর্যটক রাজধানীর ব্যবসায়ির শাকির জোবায়ের খান টুটুলের (৩৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাইনচটকী ফেরিঘাট সংলগ্ন বিষখালী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (২১ এপ্রিল) বিষখালী নদীর মাঝের চরে (টুলুর চর) হরিণ দেখতে যাওয়ার পথে তাদের বহনকারী নৌকাটি উল্টে গেলে নদীতে পড়ে নিখোঁজ হন টুটুল। টুটুল ঢাকার গুলশান আবাসিক এলাকার ফিরোজ খানের ছেলে। কয়েকদিন আগে কাকচিড়ার বাইনচটকী গ্রামে দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে আসেন তিনি।
নিহত টুটুলের দুলাভাই মো. সরোয়ার হোসেন বরিশালটাইমসকে বলেন, অনেক খোঁজাখুঁজির পর শনিবার সন্ধ্যার দিকে কাকচিড়া ফেরিঘাট সংলগ্ন বিষখালী নদীতে ভাসমান অবস্থায় টুটুলের মরদেহ উদ্ধার করা হয়।
কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বরিশালটাইমসকে জানান, খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে।
লাশ পাথরঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।”
বরগুনা