বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৮:১১ অপরাহ্ণ, ১৬ আগস্ট ২০১৭
কক্সবাজারে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় ৩ ‘সাংবাদিক’সহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার বিকেলে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের ইনানী থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটকেরা হলেন, দৈনিক আলোকিত সকালের সম্পাদক মোখেলেসুর রহমান মাসুম, একই পত্রিকার নেত্রকোনা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম ও গাড়ি চালক মো. মানিক।
কক্সবাজারের পুলিশ সুপার ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মেরিনড্রাইভ রোডে টেকনাফ থেকে আসা একটি প্রাইভেটকারকে ইনানীতে তল্লাশি চালায়। এ সময় ২০ হাজার ইয়াবাসহ ৩ সাংবাদিক ও গাড়ির চালককে আটক করা হয়।