বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে বরিশালের কীর্তনখোলা নদীতে আজ ‘গাঙের জলে জোছনা বিলাস’
✪ আরিফ আহমেদ মুন্না ॥
‘ও করিগর/দয়ার সাগর/ওগো দয়াময়/চান্নিপসর রাইতে যেন/আমার মরণ হয়’-বাংলা সাহিত্যের বরপুত্র হুমায়ুুন আহমেদ বিধাতার কাছে এমন ইচ্ছার কথাই প্রকাশ করেছিলেন একদা। তবে চান্নিপসর রাইতে মরতে না চাইলেও চাঁদের আলোয় যারা নিজের জীবদ্দশায় চন্দ্রস্নান করতে চান শান্ত নদীর স্নিগ্ধ-নির্মল বাতাসের নৈসর্গিক আবাহনে, তাদের জন্য অপার সুযোগ নিয়ে এসেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। যান্ত্রিকতায় আবদ্ধ জীবনে একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে কিছু সময়ের জন্য চন্দ্রালোকে কিছুটা নস্টালজিক হতে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের উদ্যোগে বরিশালে আজ রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গাঙের জলে জোছনা বিলাস’ নামের এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান।
আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিতব্য এ আয়োজনে থাকছে বরিশালের ঐতিহ্যবাহী কীর্তনখোলা নদীতে জোছনাস্নাত নৌ-বিলাসের অনন্য অভিজ্ঞতার পাশাপাশি বৈঠকি আড্ডা, সঙ্গীতের সুরের মূর্ছনার সঙ্গে কবিতা পাঠের আসর এবং নৈশভোজের অনুষ্ঠানমালা। চলবে সন্ধ্যা ৬টা থেকে একটানা রাত ১০টা পর্যন্ত। বরাবরের মতো এবারও এমন বিরল ঘটিতব্য অনুষ্ঠানের জন্মদাতা সেই আলোকিতজন বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের আঞ্চলিক সমন্বয়কারী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ড. বাহাউদ্দিন গোলাপ।
ব্যতিক্রমী এ আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, নগরে ক্লান্ত হয়ে পড়া একঘেঁয়ে জীবনে একটু বৈচিত্র্য আর চাঁদের আলোতে নদীর হিমেল হাওয়ার সংস্পর্শে আসার অদম্য তাগিদ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃতির সান্নিধ্যে নির্মল বিনোদনের পাশাপাশি শুদ্ধ সংস্কৃতিচর্চার নিখাদ প্রয়াসেই এ আয়োজন বলে জানান তিনি। #
বরিশালের খবর