বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, ০৭ জুন ২০১৮
আর মাত্র কয়েকদিন পর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসতে যাচ্ছেন। ১২ জুন সিঙ্গাপুরে তাদের বৈঠকের খবর এখন অনেকটাই পুরনো।
দুই নেতার আলোচনার প্রধান এজেন্ডা পারমাণবিক অস্ত্রের বিষয়াদি হলেও অন্য ইস্যুগুলোও সমঝোতার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সেগুলোর মধ্যে উত্তর কোরিয়ার অর্থনীতি অন্যতম।
ইতোমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেছেন, উত্তর কোরিয়াও যে বিশ্বের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং মাথা তুলে দাঁড়াতে পারে সেই বিশ্বাস আমার আছে।
সিঙ্গাপুর থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদক স্কট হেউডলার বলেন, উত্তর কোরিয়াতে বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য অনেকে প্রস্তুত রয়েছেন।
উত্তর কোরিয়া চাইলে সে দেশ উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য রপ্তানি করতে পারে। এ ব্যাপারে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে প্রস্তাবও দেওয়া হতে পারে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, সে দেশে অল্প পারিশ্রমিকে কারখানা চালাতে তেমন বেগ পেতে হবে না। সে কারণে বিনিয়োগকারীদের পছন্দে রয়েছে উত্তর কোরিয়া। বিশেষ করে তৈরি পোশাকের জন্য সম্ভাবনাময় দেশ উত্তর কোরিয়া।
কিম জং উন রাজি হলে, উত্তর কোরিয়া হয়তো ভবিষ্যতে সবচেয়ে কম পারিশ্রমিকের তৈরি পোশাক রপ্তানির দেশ হবে।