ঝালকাঠির কাঁঠালিয়ায় ঘন কুয়াশার কারণে বিষখালী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় সিমেন্ট ভর্তি একটি কার্গো ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৬টায় উপজেলার মশাবুনিয়া পুরনো লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার বরিশালটাইমসকে জানান, ঝালকাঠি থেকে ৬০ বস্তা সিমেন্ট নিয়ে একটি ছোট কার্গো বিষখালী নদী দিয়ে বরগুনার কাকচিড়া যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে কার্গোটি কাঁঠালিয়ার মশাবুনিয়া পুরনো লঞ্চঘাটে নোঙর করে রাখা হয়। ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ সুরভী-১ সকাল ৬টায় ঘন কুয়াশায় দেখতে না পেয়ে কার্গোটিকে ধাক্কা দেয়।
এতে কার্গোটি ডুবে গিয়ে মো. হাসান ও পান্নু মিয়া নামে দুই শ্রমিক নিখোঁজ হয়। মো. মাওলাদ হোসেন নামে অপর কার্গোর এক শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। নিখোঁজ হাসান ভোলার লালমোহন উপজেলার আশুলি গ্রামের বাসিন্দা এবং পান্নু মিয়া রাজাপুরের বাদুর তলা গ্রামের বাসিন্দা।
শিরোনামOther