বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, ২৬ মার্চ ২০১৭
বকেয়া বেতনের দাবিতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সামনে ময়লার আবর্জনার গাড়ি রেখে বিক্ষোভ আন্দোলন করেছে বিক্ষুব্ধ কর্মচারীরা। শনিবার (২৫ মার্চ) সকালে নগর ভবনের সামনে ৪ থেকে ৫টি গাড়িতে ময়লা আর্বজনা ভর্তি করে নিয়ে আসে শ্রমিকরা। পরবর্তীতে তাঁরা সেখানে রেখে বেতনের নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করে।
আন্দোলনরত কর্মচারীরা জানিয়েছে- ৬ মাসের ও দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন এবং প্রভিডেন্ট ফান্ডের ৩৬ মাসের অর্থ বরাদ্দের দাবিতে এ কর্মসূচি পালন বাস্তবান করা হচ্ছে।
আগামী সোমবার অর্থাৎ ২৭ মার্চের মধ্যে তাদের দাবি আদায় না হলে বিসিসি অচল করে দেয়ার হুঁশিয়ারি উচ্চরণ করেছেন।’
এই শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দেয়া পরিচ্ছন্নতা কর্মকর্তা দিপক লাল মৃধা বরিশালটাইমসকে জানিয়েছেন- দাবি বাস্তবায়ন না হলে নগর ভবনের দুই ফটকে তালা মেরে দেয়া দিয়ে কর্মসূচি পাল ন করা হবে।
গত ৫ দিন ধরে বিসিসিতে শ্রমিক আন্দোলন চলমান থাকায় নগর ভবনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
শ্রমিকদের দাবি- সিটি মেয়র আহসান হাবিব কামাল সম্প্রতি বকেয়া বেতন শিগগিরই পরিশোধ করার প্রতিশ্রতি রাখরেও দিতে পারেন নি।
এর আগে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে একই দাবিতে টানা তিনদিন ৩ ঘণ্টা, ৪ ঘণ্টা এবং ৫ ঘণ্টা কর্মবিরতি পালন করেন সিটি কর্পোরেশনের স্থায়ী সাড়ে ৪০০ ও অস্থায়ী ৭৯ জন কর্মকর্তা-কর্মচারী এবং দেড় হাজার আউট সোর্সিং শ্রমিক।’’