বরিশাল সিটি কর্পোরেশনের ১১ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে এলাকা ছাড়া করতে হয়রানির অভিযোগ পাওয়া গেছে বর্তমান কাউন্সিলর মজিবর রহমানের বিরুদ্ধে। ওই ওয়ার্ডের নতুন প্রার্থী রেজাউল ইসলাম রাজাকে অস্ত্র ও মাদকদ্রব্য দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এই হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছেন নবাগত প্রার্থী রাজা।
যে কারণে ইতিমধ্যে তিনি এই হুমকির বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে লিখিত ভাবে অবহিত করেছেন।’
ওই অভিযোগপত্রে রেজাউল ইসলাম রাজা বলেন- পুরো ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মজিবর রহমান সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রতিনিয়ত প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের ভোটের মাঠ থেকে হঠাতে ভয়ানক ত্রাস চালাচ্ছেন। এমনকি নতুন প্রার্থীর সমর্থক ও ভোটারদেরও হয়রানির ওপরে রাখা হচ্ছে।
অভিযোগ রয়েছে- এই প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে ভোটের আগে ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়া করতে চাইছেন কাউন্সিলর মজিবর রহমান। কারণ তাকে হঠাতে পারলেই ভোটের মাঠে একক নিয়ন্ত্রণ চালাতে সক্ষম হবেন তিনি।’
যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বর্তমান কাউন্সিলর মজিবর রহমান বলছেন- অভিযোগের কোন সত্যতা নেই। যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে প্রার্থীতা ছেড়ে দেবেন বলে ঘোষণা দিয়ে দাবি করেন একটি মহল ভোটের আগে তাকে হয়রানি করতেই অভিযোগ দিয়েছেন।
তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান বলছেন- অভিযোগটি তদন্তে দেওয়া হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
বরিশালের খবর