১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বিসিসি মেয়রসহ চারজনের বিরুদ্ধে মামলা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, ১০ অক্টোবর ২০১৬

বরিশাল: ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগে বিসিসি’র মেয়র মো. আহসান হাবিব কামালসহ চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার জমির মালিক মোশারেফ হোসেন হাওলাদার বাদী হয়ে বরিশালের সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন-বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী ও সচিব।

 

বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, বরিশাল নগরের ২২ নম্বর ওয়ার্ডের আওতাধীন বগুরা আলেকান্দা মৌজার ৪৫৬৮/১ খতিয়ানভুক্ত জমির মালিক মোশারেফ হোসেন হাওলাদার। তার ওই জমিতে রাস্তা নির্মাণের হুমকি দেন বিবাদী পক্ষ।

 

এ বিষয়ে লিখিতভাবে বিবাদীদের কাছে নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা নোটিশ আমলে না নিয়ে রোববার (৯ অক্টোবর) ওই জমিতে ফের রাস্তা নির্মাণের হুমকি দেন।এর পরিপ্রেক্ষিতে মোশারেফ হোসেনের জমি যাতে বেদখল করা না হয় তার প্রতিকার চেয়ে আদালতে মামলাটি দায়ের করেন।

16 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন