বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, ০৮ সেপ্টেম্বর ২০১৬
বরিশাল: বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করায় বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মেয়র আহসান হাবিব কামালের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মেয়রের কক্ষের সামনে বেতন-ভাতা চেয়ে বিক্ষোভ করায় তিনি ওই হুমকি দেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এ সময় মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- বিক্ষোভ চলাকালে মেয়র তাদের বেতন না দেয়ার পাশাপাশি চাকুরিচ্যুত করার হুমকি দিয়েছেন। তিনি আন্দোলনকারীদের দমন করতে মেয়র নগর ভবনে ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করেন। আন্দোলনকারীরা বলেন, কাউন্সিলরদের চারমাসের সম্মানি বকেয়া থাকলেও তারা মেয়রের সঙ্গে আঁতাত করে এই সপ্তাহে দুইমাসের সম্মানি উত্তোলন করেছেন।
তাই তারা মেয়রের পক্ষে কর্মকর্তা-কর্মচারিদের দমনে নেমেছেন। তবে এ হুমকির বিষয়টি অস্বীকার করে মেয়র আহসান হাবিব কামাল বলছেন- রাজস্ব আয় যথাযথভাবে না হওয়ায় কর্মকর্তা-কর্মচারিদের বেতন সঠিক সময়ের মধ্যে দেয়া সম্ভব হচ্ছে না। তারা উদ্দেশ্যমূলকভাবে আন্দোলনের নামে নগর ভবনে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে। যা চাকুরি বিধিমালা পরিপন্থী।’