বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, ২১ আগস্ট ২০১৬
ইচ্ছের বিরুদ্ধে বিয়ে ঠিক করায় বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের গোয়ালিয়া পাড় গ্রামে সাবিনা ইয়াসমিন (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সাবিনা বাইশারী বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি’র প্রথম বর্ষের ছাত্রী এবং সাবেক ইউপি মেম্বর শাহ জামালের কন্যা।
পারিবারিক সূত্র থেকে জানা গেছে, তিন দিন পূর্বে সাবিনাকে দেখতে আসে পাত্র পক্ষ। কিন্তু সাবিনা কোনভাবে বিয়েতে রাজী ছিলেন না। শেষ পর্যন্ত পিতা-মাতার মুখের দিকে তাকিয়ে ছেলের পরিবারের সদস্যদের সামনে যেতে হাজির হয় সাবিনা। পাত্রি দেখা শেষে ছেলের পরিবার সাবিনাকে মাত্র একশ’ টাকা দেন। এতে সাবিনা ক্ষুব্ধ হয়ে ওই টাকা ছেলের পরিবারের মুখের উপর ছুড়ে মারেন। এরপর থেকে সাবিনার সঙ্গে তার পরিবারের সদস্যদের মৌন দ্বন্দ্ব চলে আসছিল।
শনিবার কলেজে ক্লাস শেষে বাড়ি ফিরে আসে সাবিনা নিজ কক্ষে ঘুমিয়ে থাকে। সন্ধ্যার পর ওই কক্ষের আড়ার সাথে সাবিনার মৃতদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় পরিবারের সদস্যরা। পরে পুলিশ এসে তার মরদেহ নিচে নামায়।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান জানান, মৃতদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। সাবিনার কক্ষ থেকে ২টি ডায়েরী জব্দ করা হয়। একটি ডায়েরিতে কোটিপতি শাহরিয়ার একটি নাম লেখা রয়েছে। তবে সাবিনার সঙ্গে কারোর প্রেমের সম্পর্ক ছিল কিনা তা এখনো জানা যায়নি।
ওসি আরো জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন মহলের সঙ্গে কথা বলে মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।