বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, ১৪ ডিসেম্বর ২০১৬
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র বরিশাল -এর উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গনে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয়।সংগঠনের সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে উক্ত প্রদীপ প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন বরিশালের সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাড. এস.এম. ইকবাল,বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, রবীন্দ্রন সংগীত সম্মিলন পরিষদের সভাপতি এ্যাড. নজরুল ইসলাম চুন্ন,নাট্যজন সৈয়দ দুলাল, সেক্টর কমান্ডার ফোরাম নেতা কাজল ঘোষ, সংস্কৃতিজন শান্তি দাস,সংস্কৃতিজন মুকুল দাস,মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাস পুতুল,মিজানুর রাহমান, বাপ্পী মজুমদার, মোঃ লোকামান হোসেন, জহুরুল ইসলাম, পরাগ প্রলয়, মোঃ মাহবুব আলম,বৃষ্টি আক্তার,ফারজানা আক্তার, শিশির বাড়ৈ, কামরুল হাসান,আফজাল হোসেন, মোঃ আমির হোসেন, তৌহিদুর রহমান শাকিলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।