১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বৃদ্ধ পিতাকে শিকলে বেঁধে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, ০৮ আগস্ট ২০১৭

ঝালকাঠির নলছিটি উপজেলায় তোফাজ্জেল হোসেন সোহরাব মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ পিতাকে লোহার শিকলে বেঁধে নির্যাতনকারী বখাটে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ আগস্ট) রাত সাড়ে ৭টারদিকে তাকে উপজেলার মায়োয়ার গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

রাসেল মোল্লাকে বুধবার (০৯ আগস্ট) সকালে বিগত সময়ের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে। তবে বাবাকে শিকলে বেঁধে নির্যাতনে তার বিরুদ্ধে কোন অভিযোগ আনেনি পুলিশ।

সূত্রের খবর, সম্প্রতি তার বাবা জমি বিক্রি করছেন খবরে তিনি মোটা অংক দাবি করেন। ওই টাকা দিতে তোফাজ্জেল হোসেন অপারগতা প্রকাশ করলে ছেলে রাসেল মোল্লা ক্ষুব্ধ হয়ে তাকে (পিতা) লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন।

বিষয়টি স্থানীয়রা টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ গত সোমবার বাসায় গিয়ে ওই বৃদ্ধকে শিকলমুক্ত করে। ঘটনার পর থেকে ছেলে রাসেল মোল্লা পলাতক ছিলেন। বাবাকে শিকলে বেঁধে নির্যাতনের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্ঠি হয়েছিল। সেই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়ায় পুলিশ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

তবে এবার তাকে বিগত সময়ের দুটি মারামারির মামলা গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম জানিয়েছে, রাসেল মোল্লার বিরুদ্ধে বিগত সময়ে মারামারি দুটি মামলা রয়েছে। ওই দুটি মামলা তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।’’

18 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন