৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

বৃষ্টির যন্ত্রণা শেষ বরিশালবাসী এবার পুড়বে দাবদাহে!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:১০ অপরাহ্ণ, ২৫ এপ্রিল ২০১৭

বৃষ্টির দাপট কমে গেছে। মঙ্গলবার (২৫ এ্রপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিহীনই রয়ে গেছে বরিশাল । বলতে গেলে ছিটেফোঁটাও হয়নি। বৃষ্টি কমে যাওয়াতে বাড়ছে গরম। আগামী কয়েক দিন দাপট দেখাতে পারে এই উষ্ণতা।

আবহাওয়াবিদদের মতে- দাবদাহও বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এপ্রিল মাসের শেষ কয়েকটি দিন। প্রকৃতির এমন আচরণ হলে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী- পুবালি ও পশ্চিমা বায়ুর মিলনে বাংলাদেশসহ আশপাশের এলাকায় বৃষ্টি হয়েছিল। হিমালয় থেকে আসা পশ্চিমা বায়ু কিছুটা শুষ্ক ও শীতল। আর বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে আসে জলীয় বাষ্প মেশানো উষ্ণ পুবালি বায়ু। বৈরী আবহাওয়ায় উত্তাল ছিল সাগর।

এ জন্য উত্তর বঙ্গোপসাগর ও দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়।

১৮ এপ্রিল সকাল ৬ টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বরিশালে মোট বৃষ্টি হয়েছে ১৫৮ মিলিমিটার। গড়ে প্রতিদিন বৃষ্টি হয়েছে ২২ দশমিক ৫৮ মিলিমিটার। এর মধ্যে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত বরিশালে বৃষ্টি হয় ২৩ মিলিমিটার।

19 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন