২৩ িনিট আগের আপডেট সন্ধ্যা ৬:৩০ ; মঙ্গলবার ; সেপ্টেম্বর ২৬, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বৃষ্টি শেষ হওয়ার পরপরই শুরু শৈত্যপ্রবাহ

বরিশালটাইমস রিপোর্ট
১:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: দেশের একটি অঞ্চল বাদে শুক্রবার (৩ জানুয়ারি) সারাদেশেই বৃষ্টি হয়েছে। শনিবারও (৪ ডিসেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। দিনের বাকি সময়েও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামীকাল রোববার থেকে বৃষ্টি প্রায় বন্ধ হয়ে যেতে পারে। আর বৃষ্টি শেষ হওয়ার পরপরই দেশে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।

শনিবার (৪ জানুয়ারি) আবহাওয়া অধিদফতর ও আবহাওয়াবিদরা এসব তথ্য জানিয়েছেন। আবহাওয়া অফিসের সকালের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী তিন দিনে সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ সাংবাদিকদের জানান,‘আজকেই বৃষ্টি অনেকটা কমে যাবে। চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও সিলেটের কিছু অঞ্চলে আজ বৃষ্টি হতে পারে। বাদবাকি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুব কম। হলেও সামান্য। কাল থেকে মোটামুটি ড্রাইয়ের (বৃষ্টি না হওয়ার) দিকে চলে যেতে পারে। আমরা আজকেই বলেছি, ১ থেকে ৩ ডিগ্রি রাতের তাপমাত্রা কমে যেতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। এভাবে শৈত্যপ্রবাহ শুরু হবে দেশে।’

তিনি আরও বলেন, ‘সারা দেশে শৈত্যপ্রবাহ শুরু হতে আরও দুই থেকে তিন দিন লাগবে। এর মধ্যে দেশের কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহ চলে আসবে। প্রথমে মৃদু আকারে তারপরে ধীরে ধীরে এর মাত্রা আরও বাড়তে পারে। শৈত্যপ্রবাহ আসার পর তাপমাত্রা ওঠা-নামার মধ্যে থাকবে কয়েক দিন।’

আবহাওয়া অফিস আরও বলছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দেশে আজকের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস।

জাতীয় খবর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  মুখোমুখি শাহরুখ-প্রভাস: একই দিনে মুক্তি পাবে ‘ডাঙ্কি’-‘সালার’  তামিম ইকবাল থাকছেন না বিশ্বকাপ স্কোয়াডে!  প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করেন: এমপি শাওন  মোহাম্মদপুরের ‘রক্তচোষা’ জনি গ্রেপ্তার  সিজার টেবিল থেকে জীবন বাঁচাতে ওসির দরজায়  বরগুনায় হৃদয় হত্যা: ১৬ কিশোরের বিভিন্ন মেয়াদে সাজা  ছাত্রলীগ নেত্রীর বক্তব্যে ক্ষুব্ধ রাবির ভিসি, প্রো-ভিসি  বরিশালে ২৪ ঘণ্টায় ভর্তি ৪০৭ ডেঙ্গুরোগী, মৃত্যু ৩  গণপিটুনির ভয়ে ৯৯৯ এ কল করে পুলিশ পাঠাতে বলল চোর  নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে : ইসি আনিছুর