বরিশাল: চার মাসের বকেয়া বেতন ও ভাতা পরিশোধ এবং প্যানেল মেয়র কর্তৃক কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মকর্তা ও কর্মচারীরা।
রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগর ভবনের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের বিসিসি শাখার আহ্বায়ক পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধার সভাপতিত্বে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৪৬৮ জন কর্মকর্তা ও কর্মচারীর চার মাসের বকেয়া ও ভাতা পরিশোধ না করা হলে তারা লাগাতার আন্দোলন শুরু করবেন।
এর আগে বিসিসির সমাজ ও উদ্বাস্তু উন্নয়ন কর্মকর্তা রাসেল খানের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত মেয়র ও ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ আলী খান বাদশার বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর