বরগুনা: বরগুনার বেতাগী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নবীন খানের বাড়িতে চুরি হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
কাউন্সিলর নবীন খান জানান, চোর গভীর রাতে সিদ কেটে ঘরে ঢুকে আলমিরা ও অন্যান্য স্থানের তালা ভেঙে এক লাখ ২০ হাজার টাকা, দুই ভরি সোনার গহনা ও মোবাইল ফোন নিয়ে গেছে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইন-শৃংখলা রক্ষায় আমরা সার্বক্ষনিক তৎপর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পাহারা জোরদার করা হয়েছে।
খবর বিজ্ঞপ্তি, বরগুনা