হৃদয় হোসেন মুন্না, বেতাগী:: বরগুনার বেতাগীতে থানা পুলিশের অভিযানে ২০ গ্রাম গাঁজা সহ দুইজনকে আটক করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে বেতাগী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৮ নং ওয়ার্ড থেকে সাগর সিকদার (২২) ও সেলিম সিকদার (১৯) নামে দুজনকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বরিশালটাইমসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই করুন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে ২০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে ভবিষ্যতেও এমন অভিযান অব্যহত থাকবে।’
বরগুনা, বিভাগের খবর