বরগুনার বেতাগীতে কাজে না যাওয়ায় মাজেদা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী শাহাদাত নামে এক যুবক।
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বিবিচিনি ইউনিয়নে এ ঘটনা ঘটে। মাজেদা বেগম বিবিচিনি ইউনিয়নের দক্ষিণ ফুলতলা গ্রামের বাসিন্দা ইমন আলীর স্ত্রী।
আটক শাহাদাত একই ইউনিয়নের গড়িয়াবুনিয়া গ্রামের নজরুল মাস্টারের ছেলে।
খোঁজখবর নিয়ে জানা গেছে- সকালে মাজেদা বেগমের নজরুল মাস্টারের বাড়িতে কাজ করতে যাওয়ার কথা ছিলো। তিনি কাজে না যাওয়ায় মাস্টারের ছেলে মো. শাহাদাত মাজেদাকে দা দিয়ে কুপিয়ে জখম করে পাশের ডোবায় ফেলে দেন। পরে স্থানীয়রা তাকে বরিশালে নেওয়ার পথে তিনি মারা যান। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী শাহাদাতকে ধরে বেতাগী থানায় সোপর্দ করেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বরিশালটাইমসকে জানান, শাহাদাতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বরগুনা