বেতাগীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বেতাগীতে পুকুরের পানিতে ডুবে তাসিন নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিকে উপজেলা পরিষদের পাশের পুকুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া তাসিন বেতাগী পৌরসভার মো. রফিকুল ইসলাম শাকিলের ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে, তাসিন বিকেল ৩টার দিকে বাসার পাশের উপজেলা পরিষদের পুকুরের পাশে যায়। কিন্তু একপর্যায়ে সবার অজান্তে শিশুটি পাড় থেকে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বেতাগী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান জুয়েল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাসিন বিকেলে সবার অজান্তে পুকুর পাড়ে ঘুরতে যায়। একপর্যায়ে হঠাৎ সে পানিতে পড়ে ডুবে যায়। হাসপাতালে নেয়ার আগেই শিশুটি মারা যায়।
বরগুনা, বিভাগের খবর