বেতাগীতে বিএনপির পাল্টাপাল্টি প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বেতাগীতে জাতীয়তাবাদী দল বিএনপির দুটি গ্রুপ বিভক্ত হয়ে পাল্টাপাল্টি দলটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
গতকাল বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহব্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিকের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহিন আলম, যুগ্ম আহবায়ক সার্জেন্ট মো. লাভলু, আব্দুস সালাম সিদ্দিকী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক দুলাল, সদস্য সচিব মিজানুর রহমান খান প্রমূখ। অপর দিকে পৌর শহরের শহীদ মিনার এলাকায় বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম নুরুল ইসলাম পান্না, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খোকন, সাবেক যুগ্ম আহব্বায়ক জলিলুর রহমান খান, সাবেক যুবদলের আহব্বায়ক মো. মিজানুর রহমান ডব্লিউ, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মো. শোয়েব কবির প্রমুখ। হৃদয় হোসেন মুন্না
বরগুনা, বিভাগের খবর