৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বেতাগীতে বিএনপির সমাবেশস্থলে প্রশাসনের নিষেধাজ্ঞা জারি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, ২৫ সেপ্টেম্বর ২০১৭

বরগুনার বেতাগী উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।  রোববার সন্ধ্যায় বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বাচ্চু এ আদেশ জারি করেন।

স্থানীয় সূত্র জানায়, ২৫ সেপ্টেম্বর বেতাগী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আসবেন।  এ উপলক্ষে বেতাগী পৌরশহরের স্টেশন রোডের পৌর কার্যালয়ের সম্মুখে ও মোকামিয়া ইউনিয়নের মাদরাসা বাজার মাঠে পৃথকভাবে উপজেলা ও পৌর বিএনপি দুইটি কর্মী সমাবেশের আয়োজন করে।

এ সভার প্রস্তুতিকে কেন্দ্র করে উপজেলা ও পৌর শাখার দুইটি গ্রুপের মধ্যে মারাপিট, হাঙ্গামার আশঙ্কায় ওই এলাকায় তাদের কর্মী সমাবেশ নিষিদ্ধ করা হয়।

সোমবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়।  এ সময় ওই স্থানে সভা, সমাবেশ, শব্দ দূষণ ও যেকোনো ধরনের অস্ত্র, আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

16 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন