নিজস্ব বার্তা পরিবেশক:: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
শুক্রবার প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তিনি উপকূলীয় বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের জরাজীর্ণ ও ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে সংসদ সদস্য আক্তারুজ্জামান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান এবং শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনী উপজেলা; খুলনার কয়রা, পাইকগাছা ও দাকোপ উপজেলায় ১২ হাজার ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বেড়িবাঁধের কাজ আগামী বর্ষার আগে শেষ করা হবে।
পরে তিনি খুলনার কয়রা উপজেলার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেন।
শিরোনামদেশের খবর