বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীতে বরিশাল জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করেছেন সাংবাদিক মিথুন সাহা। গত ১ ফেব্র“য়ারি বৈশাখী টেলিভিশনে নিয়োগপ্রাপ্ত হয়ে যোগদান করেন। মিথুন সাহা আজকের পরিবর্তনের মাধ্যমে সাংবাদিকতায় শুরু করেন।
ওই পত্রিকায় তিনি দায়িত্ব পালন করেছেন প্রধান প্রতিবেদক হিসেবেও। এরপরে দৈনিক দক্ষিণাঞ্চল ও সর্বশেষে বরিশাল প্রতিদিন পত্রিকায় প্রধান প্রতিবেদকের দায়িত্বে পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি সে একজন সংস্কৃতিকর্মী।’
নাট্য সংগঠন শব্দাবলী গ্র“প থিয়েটারের সাংগঠনিক সম্পাদক ও পেশাদার সাংবাদিকদের সংগঠন বরিশাল রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। তাঁর এই নতুন কর্মস্থলে যোগদানে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি ও শব্দাবলী গ্র“প থিয়েটার পরিবার।
নতুন কর্মস্থলে যোগদানে মিথুন সাহা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
বরিশালের খবর