৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বৈশাখের উচ্ছ্বাসে মেতেছে গোটা বরিশালবাসী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, ১৫ এপ্রিল ২০১৭

বাঙালির নিজস্ব সংস্কৃতির উৎসব পহেলা বৈশাখ এখন বরিশালে পরিণত হয়েছে প্রাণের উৎসবে। রাখি বন্ধন আর ঢাকের তালে তালে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৬টা ৫৯ মিনিটে বরিশাল সিটি কলেজ মাঠে নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। এরপর মুক্তিযুদ্ধ ও গুণীজনদের উত্তরীয় এবং রাখি পরিয়ে দেওয়া হয়।

এর ঘণ্টাখানেক পরে সিটি কলেজ প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন মাহাবুব উদ্দিন আহমদ বীর বিক্রম। হাজারও মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার অগ্রভাগে মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা বহন করেন। এরপরই ছিল ঘোড়সওয়ার বাহিনী।

মূল ব্যানারে ছিল চারুকলার শিল্পী ও মঙ্গল শোভাযাত্রার কর্মীরা।

এদিকে বাঙালির ইতিহাস ঐতিহ্যের নানান আয়োজনের মধ্যদিয়ে বরিশাল সিটি কলেজ মাঠে চারুকলা, বরিশাল বিএম (ব্রজমোহন) স্কুল মাঠে উদীচী, বরিশাল সার্কিট হাউসে জেলা প্রশাসন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্নকাঠিস্থ স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অশ্বিনী কুমার হল চত্বরে খেলাঘর নতুন বছরকে বরণ করে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার মো. গাউস, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, পুলিশ কমিশনার এস.এম রুহুল আমিন, ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালু, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোখলেসুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, যুগ্ম সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ প্রমুখ।’

শোভাযাত্রা শেষে সিটি কলেজ মাঠে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও লোকজ মেলা শুরু হয়।”

21 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন