বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:৫৭ অপরাহ্ণ, ২০ মার্চ ২০১৬
ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য প্রার্থী আলো বেগমের ঘরে হাতবোমা বানানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে ওই প্রার্থীর জামাতা রানা ওরফে জগৎ রানার শরীরের এক অংশ ঝলসে গেছে। তাকে বরিশালে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের রুপসী গ্রামে এ ঘটনা ঘটে।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (ওসি) মাহে আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এ ঘটনার পর পর ওই এলাকার ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, ঝালকাঠি সদরের কীর্ত্তিপাশা, নলছিটি উপজেলার ভৈরবপাশা, রাজাপুরের শুক্তাগড় ও মঠবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।