বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, ১২ আগস্ট ২০১৬
ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পশ্চিম বড়ইয়া ভোটকেন্দ্রে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় ১৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে আসামিরা বিশেষ ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক রমনী রঞ্জন চাকমা তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন- মো. মামুন হোসেন, মো. শাহিন খান, শাহ আলম, মো, সোবাহান খান, নাজমুল হাসান, ফরিদ খান, শামীম খান, ছরোয়ার হোসেন, জামাল হাওলাদার, মো. সোহেল খান, মাহবুব আলম, মো. আশ্রাব আলী, সামসুল হক, সোহাগ হোসেন, মনির হোসেন ও মো. জয়নাল আবেদীন।
আদালত সূত্র জানায়, চলতি বছরের ২২ মার্চ নির্বাচন চলাকালে পশ্চিম বড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার ইস্রাফিল হোসেন বাদী হয়ে ১৬ জনকে আসামি করে বিস্ফোরক আইনে রাজাপুর থানায় মামলা করেন।