বোরহানউদ্দিনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
সংবাদদাতা, দৌলতখান, ভোলা:: মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী।
রোববার দুপুরে ঘন্টাব্যাপী ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দালাল বাড়ির সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকশ’ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবদুল্লাহ আল নোমান, প্রাক্তন ইউপি সদস্য মোহাম্মদ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সজিব ও হৃদয় সহ অনেকে।
এসময় বক্তারা বলেন, গত শুক্রবার রাতে স্থানীয় এক প্রবাসীর স্ত্রীকে পরকীয়া প্রেমিকসহ আটক করে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের কাছে হস্তান্তর করেন গ্রামবাসী।
পরে চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের প্রত্যক্ষ মদদে ওই পরকীয়া নারী-পুরুর তাদের নামে থানায় মিথ্যা অভিযোগ করে হয়রানি করেন। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী।
এদিকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের কাছে মুঠোফোনে এসব অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।
বোরহানউদ্দিন থানার ওসি মো: মনির মিয়া বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তবে ভিকটিম এবং ওই পক্ষের বক্তব্যে সংগতি নেই। সে অনুযায়ী ঘটনা সত্য মনে হচ্ছে না। তবুও বিষয়টি দেখবো।
বিভাগের খবর, ভোলা