ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ দস্যুকে আটক করে পুলিশে সোপর্দ করে জেলেরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে মেঘনার মির্জাকালু পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।
আটক দস্যুরা হলেন- আব্বাস (৩০), আলমগীর (৩০), মাইনুদ্দিন (২৬), রুবেল (২২), সামসুদ্দিন (২০), চানমিয়া (২৯) এবং নুরুন্নবী (২৮)। তাদের বাড়ি তজুমদ্দিন এবং বোরহনউদ্দিন উপজেলার বিভিন্ন গ্রামে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বরিশালটাইমসকে জানান, গভীর রাতে মেঘনার মির্জাকালু পয়েন্টে ৭ ডাকাত জেলেদের ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় জেলেরা টের পেয়ে ৭ দস্যুকে আটক করে পুলিশে দেয়। তবে তাৎক্ষণিক ডাকাতরা তাদের অস্ত্র পানিতে ফেলে দেয়।
রাতেই তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এদের বিরুদ্ধে এর আগেও ডাকাতির অভিযোগ রয়েছে। আটক দস্যুদের জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
শিরোনামভোলা