ভোলার বোরহানউদ্দিনে উপজেলা সড়কে পৃথক দুটি দোকানে ও গুদামে অভিযান চালিয়ে ২৮ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভোলা কোষ্টগার্ড। সোমবার সন্ধায় ঘন্টাব্যাপি অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়।
বোরহানউদ্দিন মৎস অফিস সূত্র জানিয়েছে- এই জালের মূল্য কোটি টাকার ওপরে ।
কোষ্টগার্ড সূত্র জানায়, উল্লেখিত জাল ব্যবসায়ীরা দীর্ঘ দিন থেকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে অবৈধ কারেন্ট জালের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তারা পৃথক ২ টি দোকানে অভিযানে এ জাল জব্দ করেন।
কোষ্টগার্ডের অভিযান পরিচালনাকারী অফিসার লে. কর্নেল হামিদ বরিশালটাইমসকে জানান, তাদের হিসাবে জব্দকৃত ২৮ লক্ষ মিটার জালের মূল্য প্রায় দেড় কোটি টাকা। তিনি আরও জানান তাদের উপস্থিতির টের পেয়ে উভয় দোকানদার পালিয়ে যাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অবৈধ জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
বোরহানউদ্দিন মৎস কর্মকর্তা নাজমুছ ছালেহীন বরিশালটাইমসকে জানান, বোরহানউদ্দিনের বিভিন্ন হাট বাজারে তারাও অভিযান চালিয়ে অবৈধ জাল ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে। এদিকে কোষ্টগার্ডের সফল অভিযানকে ধন্যবাদ জানিয়েছে সাধারণ জেলে ও বাজার ব্যবসায়ীরা।’’
ভোলা