৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বোরহানউদ্দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০২:২০ অপরাহ্ণ, ২৭ মে ২০২৩

বোরহানউদ্দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে মো. আব্দুল্লাহ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) সকালে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে ঠাকুর বাড়িতে এ ঘটনা ঘটে।

আব্দুল্লাহ ওই গ্রামের অটোরিকশা চালক মো. বজলু ঠাকুরের ছেলে। নিহতের মামা মো. ফারুক জানান, আব্দুল্লাহ সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে বাবা-মায়ের সঙ্গে খেলা করছিল।

একপর্যায়ে তার বাবা ফজলু অটোরিকশা নিয়ে বের হয়ে যান এবং তার মা ঘরের মধ্যে কাজে ব্যস্ত হয়ে পড়েন। এসময় মায়ের চোখ ফাঁকি দিয়ে পুকুরে পড়ে যায়। আব্দুল্লাহকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে স্বজনরা পুকুরের পানিতে ভাসতে দেখেন।

পরে আব্দুল্লাহকে উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এদিকে শিশু আব্দুল্লাহর মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

33 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন