বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:৩৩ অপরাহ্ণ, ০২ নভেম্বর ২০১৬
ভোলার বোরহানউদ্দিনে তৈয়ব (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার কুতুবা ইউনিয়নের ছোটমানিকা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বেশ কিছু গাঁজা উদ্ধার করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরী জানান, তৈয়ব নামের মাদক ব্যবসায়ীকে আটক করার ঘটনায় বোরহানউদ্দিন থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার সকালে তাকে ভোলার আদালতে পাঠানো হয়েছে।