ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ১ নম্বর ওয়ার্ড থেকে মো. জাকির হোসেন (২৮) নামে একজনকে ৯৫০ পিস ইয়াবাসহ আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
আজ শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এক মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়।
থানা সুত্র জানা গেছে- বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিম কুমার শিকদারের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল, এসআই অশোক কুমার বর্মন, এসআই হেমায়েত উদ্দিন, এএস আই বশির ও এএস আই সাঈদুর রহমান কাচিয়া ১ নম্বর ওয়ার্ডের গ্যাসফিল্ড সংলগ্ন এলাকা থেকে ৯৫০পিস ইয়াবাসহ তাকে আটক করে। তার সাথে অন্য কেউ জড়িত কিনা সে জন্য তাকে জিঙ্গাসাবাদ চলছে।
আটককৃত জাকির হোসেন উপজেলার দেউলা ইউনিয়নের চর আলকি নাম্বার ওয়ার্ডের আমির হোসেন হাওলাদারের ছেলে বলে জানা যায়।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিম কুমার শিকদার বরিশালটাইমসকে জানান, জাকির একজন প্রকৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আমাদের কাছে একাধিক অভিযোগ ছিল। আজ তাকে হাতেনাতে ধরতে পারলাম। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
ভোলা