ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৬ নেতা পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা বুধবার রাতে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়ার কাছে একযোগে এ পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারীরা হলেন- পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল হাসান খায়ের, ফখরুল হাওলাদার, পৌর শ্রমিক দলের সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বশির আহমেদ।’’
এসব নেতাদের পদত্যাগের বিষয়টি বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া নিশ্চিত করেছেন।
গুরুত্বপূর্ণ পদে থাকা ৬ নেতা একযোগে পদত্যাগকে কেন্দ্র করে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে নতুন মেরুকরণ।
এর আগে কয়েক দফায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম গজনবীসহ দলের তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
এতে এ উপজেলায় ক্রমেই ছোট হয়ে যাচ্ছে বিএনপি। ফলে হতাশায় ভুগছেন জেলার শীর্ষ নেতারা।’’
ভোলা