বার্তা পরিবেশক, অনলাইন::: বৌভাতের রাতে শ্বশুরবাড়ির সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে গেছেন এক নববধূ।
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাদাউন জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।
ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছে বরের বাবা।
অভিযোগে বলা হয়, ৯ ডিসেম্বর প্রবীণ ও রিয়ার বিয়ে হয়। বৌভাতের দিন নগদ ৭০ হাজার রুপি আর ৩ লাখ রুপির গয়না নিয়ে পালিয়েছেন রিয়া।
প্রবীণের বাবা রাম লাডেটে জানান, ছেলের বিয়েতে ৪ লাখ রুপি খরচ করেছেন তিনি। টিংকু নামের এক ঘটক কনে খুঁজে দেন। কনেকে গয়না বানিয়ে দেয়ার কথা বলে তার কাছ থেকে টাকাও নেন টিংকু।
এদিকে বৌভাতের রাতেই নববধূ পালিয়ে যাওয়া হতাশ বর প্রবীণ। বিয়ে করে এমন পরিস্থিতির শিকার হবেন তিনি ভাবতেও পারেননি।
এদিকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তারা ঘটক টিংকুকে খুঁজছে। সবকিছুর পেছনে তার হাত রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
Other