ব্যতিক্রমধর্মী মোটরসাইকেল প্রতিযোগিতা
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ব্যতিক্রমধর্মী এক মোটরসাইকেল ড্রাইভিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সজীব ওয়াজেদ
জয় ডিজিটাল পার্ক মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রায় অর্ধশত প্রতিযোগি অংশগ্রহণ করেন।
এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল কে-কত ধীর গতিতে মোটরসাইকেল ড্রাইভিং করতে পারে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবচেয়ে ধীর গতিতে মোটরটরসাইকেল ড্রাইভিং করে বিজয়ী হয়েছেন তিনজন। এরা হলেন- প্রথম স্থান অর্জনকারী মো. রিয়াজ, দ্বিতীয় স্থান অর্জনকারী আব্দুল করিম রনি ও তৃতীয় স্থান অর্জন করেছেন মো. নিরব হোসেন।
এদেরকে উপহার হিসেবে হেলমেট প্রদান করা হয়। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত ব্যতিক্রম এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
এসময় ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রাহাত আনোয়ার, লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিভাগের খবর, ভোলা