ব্যতিক্রম ফরচুন মিজান, তাঁর মনোনয়ন জমা করবে রোবট!
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবুগঞ্জ-মুলাদী (বরিশাল-৩) আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চাইছেন বিশিষ্ট শিল্পপতি ফরচুন কোম্পানির সত্ত্বাধিকারী মিজানুর রহমান। প্রাকপ্রস্তুতিস্বরুপ তিনি আ’লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহও করেছেন। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে মিজানুর রহমান ব্যতিক্রম চিন্তা করেছেন। স্বহস্তে কিংবা অনলাইনে মনোনয়ন জমা না করে তিনি রোবটকে ব্যবহার করতে চাইছেন। নির্ভরযোগ্য একটি সূত্র এসব তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেছে।
বরিশালের আলোচিত ব্যবসায়ী যে আসনটিতে অংশ নিতে চাইছেন সেখানে বিগত ১৫ বছর ধরে জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির দখলে আছে। এর মধ্যে দুইবার জাতীয় পার্টি এবং একবার ওয়ার্কার্স পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
জানা গেছে বরিশাল-৩ আসনটি ভৌগলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরিশাল শহরের নিকটবর্তী, বরিশাল বিমানবন্দর এবং ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন এই এলাকা।
এখানে বিএনপির প্রভাবশালী নেতা জয়নাল আবেদিন এবং বেগম সেলিমা রহমানের জন্মস্থান। গুরুত্বপূর্ণ এই আসনে বিগত তিনবারের নির্বাচনে সরকার দলীয় কোনো সংসদ সদস্য নেই।’
শিরোনামবিভাগের খবর