ব্যানার দোয়া মোনাজাতের, মঞ্চে নাচ-গান!
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ব্যানারে বড় বড় করে লেখা দোয়া মোনাজাতের অনুষ্ঠান। তবে সেই ব্যানার টানানো মঞ্চেই চলছে নৃত্য আর গান। এমন দৃশ্য দেখা গেছে ভোলার লালমোহনের গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে।
এনিয়ে সচেতন মহলে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। জানা যায়, সোমবার উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মোনাজাতের আয়োজন করে কর্তৃপক্ষ। তবে সেখানে দোয়ার বদলে চলে গান আর নাচ।
এ গান আর নাচ পরিবেশন করেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই। এ নিয়ে উপস্থিত অনেক অতিথি ও অভিভাবকের মধ্যে ক্ষোভ বিরাজ করতেও দেখা গেছে।
যে শিক্ষকগণ দোয়া মোনাজাত আর নাচ-গান বা সাংস্কৃতিক অনুষ্ঠানের পার্থক্য বুঝে না, তারা শিক্ষার্থীদের কি শিক্ষা দিচ্ছি তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয় সচেতন মহলের মনে।
এ ব্যাপারে মুঠোফোনে গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল হক সেলিম বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দোয়া মোনাজাতের ব্যানারটি খুলে ফেলা উচিত ছিল। এটা ভুল হয়েছে।
বিভাগের খবর, ভোলা