বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, ০৬ এপ্রিল ২০১৭
বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডে অস্ত্রের মহড়া দিয়ে অর্ধশত বাসা ভাঙচুরের ঘটনায় আরও অন্তত ৭ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতভর অভিযান চালিয়ে তাদের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা হয়।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের বরিশালটাইমসকে বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন জানিয়েছেন ঘটনার পরপর বুধবার রাতে আটক সৌরভ বালা এবং সাগর হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করলে তারা এই ৭ জন জড়িত থাকার কথা স্বীকার করে।
যে কারণে রাতেই তাদের আটক করে নিয়ে আসা হয়। এখন তাদের থানা হেফাজতে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।
হামলা ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গত বুধবার সন্ধ্যার পরে সৌরভ বালা ও সাগরের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন যুবক অস্ত্রের মহড়া দিয়ে নগরীতে আতঙ্ক সৃষ্টি করে। এক পর্যায়ে তারা সরকারি জিলা স্কুলের সম্মুখে নুরে আলম নামে এক যুবককে কুপিয়ে জখম করে। পরবর্তীতে তারা ব্রাউন কম্পাউন্ড এলাকায় প্রবেশ করে অন্তত অর্ধশত ধরে হামলা চালিয়ে ভাঙচুর করে।
ওই সময় প্রতিবাদ করায় দুই নারীকে বাসা থেকে বের করে পিটিয়ে আহত করা হয়।”
আরও পড়ুন-
* বরিশালে সন্ধ্যারাতে অস্ত্রের মহড়া, যুবককে কুপিয়ে জখম, আটক ২