ব্রাজিল সরকারের বিরুদ্ধে মামলা করেছেন দেশটির জাতীয় দল ও বার্সেলোনার ফরোয়ার্ড নেইমার দ্য সিলভা। তিনি সরকারের বিরুদ্ধে তার এবং পরিবারের তথ্য ফাঁস করে দেয়ার অভিযোগ করেছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের এক খবরে জানানো হয় এমন তথ্যই।
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় ফেডারেল কোর্টের তথ্য অনুযায়ী, বিচারক এদোয়ার্দো সান্তোস দ্য রোসা পেনটেডো গত ১৭ মে নেইমারের অভিযোগপত্র গ্রহণ করেছিলেন। ব্রাজিল সরকারের কাছে পেনটেডো জানতে চেয়েছেন, কোন কর্মকর্তারা নেইমারের তথ্য ফাঁস করেছেন? তাদের নাম প্রকাশ করার কথাও জানিয়েছেন এই বিচারক।
এক বছর আগে ব্রাজিলের আরেক বিচারক ২০১২ এবং ২০১৪ সালের মধ্যে কর ফাঁকির অভিযোগ এনেছিলেন। নেইমার ও তার পরিবারের ৫০ মিলিয়ন ডলার মূল্যমানের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি তুলেছিলেন।
এছাড়া নেইমারের বিরুদ্ধে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ১৬ মিলিয়ন ডলার কর ফাঁকির অভিযোগ রয়েছে। যদিও এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন নেইমার।
খেলাধুলার খবর