সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে ৩৫ বছরে উন্নীতকরণের দাবিতে বরগুনায় মানববন্ধন ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার ৩০ জানুয়ারি বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা বৃদ্ধির জন্য আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে ইকবাল আহসান লাভলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাহাত খান, আহাদ ইসলাম তুষার, পিয়াস মোর্শেদ, তানভির মিরাজ, স্মৃতি, শাম্মি প্রমুখ।
এসময় তারা বলেন, যুক্তরাষ্ট্রে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৫৯ বছর, ভারতের পশ্চিমবঙ্গে ৪০ বছর, ইতালিতে ৩৫ বছর, সুইডেনে ৪৭ বছর, কানাডাতে ৫৯ বছর এভাবে সারাবিশ্বে ৩৫ বছর বা তার বেশি থাকলে বাংলাদেশে কেন সরকারি চাকরির বয়সসীমা ৩৫ বছর করা হবে না। তাই বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানান তারা।
খবর বিজ্ঞপ্তি, বরগুনা