বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:২৫ অপরাহ্ণ, ০৪ নভেম্বর ২০১৬
বরিশাল: বরিশালে মিনি ট্রাক ভর্তি ৫০ মণ জাটকাসহ চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) মধ্যরাতে নগরীর দপদপিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া এদের মধ্যে মো. লিটন ঢালী (৩০) ও সামসুল আলমকে (৩৫) ১৫ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। অপর দুইজন হলেন, আলাউদ্দিন (৩২) ও মাহে আলম (৩৫)। তারা ভোলার বাসিন্দা।
বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, জব্দকৃত জাটকা শুক্রবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নৌ পুলিশ ফাঁড়ির সামনে দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।