বরিশাল: বরিশালে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত বেবি বেগম নগরের নতুন বাজার এলাকার আমিনুল ইসলাম হারুনের স্ত্রী।
আদালত সূত্র জানায়, বেবিকে ২০১৪ সালের ২০ মে ২৫ বোতল ফেনসিডিলসহ আটক করে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
মহানগর গোয়েন্দা পুলিশের সেই সময়ের পরিদর্শক দেলোয়ার হোসেন একই সালের ৫ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। ১৫ জনের মধ্যে ১৩ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী ফিরোজুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।