১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ব‌রিশা‌লে নৌ দুর্ঘটনার উদ্ধার অ‌ভিযানের সমা‌প্তি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, ২২ সেপ্টেম্বর ২০১৬

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার দাসের হাট এলাকার মসজিদ পয়েন্টে সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটির
উদ্ধার অ‌ভিযান শেষ হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ব‌রিশাল জেলার অ‌তি‌রিক্ত জেলা ম্যা‌জি‌স্ট্রেট জা‌কির হো‌সেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করে জেলা প্রশাসন।

‌ম্যা‌জি‌স্ট্রেট জা‌কির হো‌সেন বলেন, এখন পর্যন্ত ১৮টি মরদেহ পাওয়া গে‌ছে যা স্বজন‌দের কাছে বু‌ঝিয়ে দেওয়া হ‌য়ে‌ছে। আমা‌দের কা‌ছে নি‌খোঁ‌জের কোন খবর নেই। ত‌বে কা‌রো নিখোঁ‌জের খবর পাওয়া গেলে সে অনুযায়ী উদ্ধার অ‌ভিযান প‌রিচালনা ক‌রে হ‌বে।

অপর‌দি‌কে, পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে তা‌দের কা‌ছে এখ‌নো ৭ জন নিখোঁ‌জের খবর রয়েছে।

23 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন