ভয়ংকর রূপে ডেঙ্গু : বরিশালে একদিনেই হাসপাতালে ভর্তি ২২ রোগী
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। শের-ই-বাংলা মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ২২ জন ভর্তি হয়েছেন। আর চিকিৎসাধীন ৬৭ জন। তবে হাসপাতালে ডেঙ্গু চিকিৎসায় প্লাটিলেট প্রতিস্থাপনে নেই সেল সেফারেটর মেশিন। জীবন বাঁচাতে রোগীদের পাঠানো হচ্ছে ঢাকায়।
বরিশাল বিভাগ জুড়েই প্রতিদিন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছেন। এখানকার অধিকাংশ রোগী আক্রান্ত হয়েছেন ঢাকায়। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্টার ডা. মো. শাহারিয়ার হক বলেন, বেশিরভাগ রোগী এখানে ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এসেছেন।
হাসপাতালটির বিভিন্ন কর্নারে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দেয়া হলেও, এখনও খোলা হয়নি আলাদা কোনো ওয়ার্ড। চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা।
প্লাটিলেট কমে গেলে তা প্রতিস্থাপনে সেল সেফারেটর মেশিন শেরে বাংলা হাসপাতালে নেই। তাই জীবন বাঁচাতে বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই রোগীকে রাজধানীতে পাঠানো হচ্ছে বলে জানান শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. সাইফুল ইসলাম। গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন।
শিরোনামবরিশালের খবর