বরিশাল নগরীর ভাটিখানা এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার বিকেলে তাদের ওই এলাকার আবুল কালামের ‘হোটেল খেদমত’র সামনে থেকে আটক করা হয়।
আটকরা হলেন- বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের চূড়ামন গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে রাফি হাওলাদার (১৯) এবং ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরআইচা গ্রামের সৈয়দ কামালের ছেলে সৈয়দ ইমরান (১৮)।
রাত সাড়ে ৯টার দিকে বরিশাল গোয়েন্দা পুলিশ অফিস ইমেল বার্তা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে- এসআই মো শাহাদাত হোসেন অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরবর্তীতে তাদের শরীরে তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা উদ্ধার করেন।
এই ঘটনায় সংশ্লিষ্ট কাউনিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’’
বরিশালের খবর