ভাণ্ডারিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটে মাধ্যমে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ দোকান
নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের একটি বাজারে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার রাতে একটি লেপ-তোশকের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি লেপ-তোশক ও বেডিংয়ের দোকান এবং দুটি গার্মেন্টসের দোকান পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহ আলম আকন জানান, শীতকাল হওয়ায় বাজারের ব্যবসায়ীরা অন্যদিনের তুলনায় একটু আগে দোকান বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যান। রাত পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে দোকানে আসেন। এর মধ্যে তার দোকান পুড়ে ছাই হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা রানী ধর ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। সরকারিভাবে তাদের সহযোগিতার চেষ্টা করা হবে।
ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. পারভেজ আহমেদ জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিভাগের খবর