পিরোজপুরের ভাণ্ডরিয়া উপজেলায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার পূর্ব পশারীবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ধর্ষক প্রদীপ মৃধাকে ওইদিন রাতেই আটকের সফলতা পেয়েছে।’’
সংশ্লিষ্ট ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক শহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্কুলছাত্রীর বাবা একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’’
পুলিশ জানায়- ওই স্কুলছাত্রী কাঠালিয়া উপজেলার চেঁচরী গ্রামের ‘চেঁচরী রাবেয়া মাধ্যমিক বিদ্যালয়’র ৮ম শ্রেণিতে লেখাপড়া করতো। ওই এলাকার গোপাল মৃধার ছেলে প্রদীপ মৃধা ওই মেয়েটিকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়টি জানতে পেরে মেয়েটির পিতা গত ২ মাস পূর্বে মেয়েকে নিজ বাড়ি ভাণ্ডারিয়ার পশারীবুনিয়া গ্রামে নিয়ে আসে।’
কিন্তু ওই যুবক মেয়েটির গ্রামের বাড়ির এলাকায় এসে ফের ঘোরাঘুরি বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিলো। গত ২৮ ফেব্র“য়ারি মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় মেয়েটিকে ঘরে একা পেয়ে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে প্রদীপ।’’
এসময় মেয়েটির ডাকচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে ধর্ষক যুবক পালিয়ে যায়।’’
শিরোনামপিরোজপুর