পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পৌর শহরের পোনা নদী তীরে অবৈধভাবে নির্মিত ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসসাদিক জামান এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল কুদ্দুস জানান, ভাণ্ডারিয়া শহরের পাশে পোনা নদীর তীর দখল করে স্থানীয় লোকজন অবৈধ স্থাপনা গড়ে তোলে। যা জনসাধারণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। এরকম ১৫টি স্থাপনা প্রশাসন চিহ্নিত করে। পরে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করা হয়।
টাইমস স্পেশাল, পিরোজপুর